করো’না সংক্রমণ সংক্রান্ত যে বুলেটিন গত ফেব্রুয়ারি থেকে প্রচারিত হচ্ছিল, তা আজ (সোমবার) শেষ হচ্ছে।
আজকের পর থেকে আর লাইভ বুলেটিন হবে না বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। এর বদলে করো’না সংক্রান্ত হালনাগাদ তথ্যগুলো লিখিত বুলেটিন আকারে গণমাধ্যমে প্রেরণ করা হবে।
উল্লেখ্য যে, শুরুতে আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই স্বাস্থ্য বুলেটিন শুরু করেন। তিনি এটা করে ব্যাপক প্রশংসিত হন।
কিছুদিন তিনি এটা করার পর স্বাস্থ্য অধিদপ্তরের অ’তিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুলেটিন উপস্থাপন শুরু করেন।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃ’ত্যুপুরীতে পরিণত করেছে করো’নাভাই’রাস। এতে আ’ক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে। মৃ’তের সংখ্যা সাত লাখ ৩৪ হাজারের বেশি।
তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি ২৯ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশে করো’নাভাই’রাস প্রথম শনাক্ত হয় গত ৮ মা’র্চ। আর এতে প্রথম মৃ’ত্যু হয় ১৮ মা’র্চ।