অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। কিন্তু এবার এই ফুসফুসে সৃষ্টি হয়েছে দাবানল। দাউ দাউ করে জ্ব-লছে অ্যামাজন জ-ঙ্গল। আধুনিক অ’গ্নি নির্বাপন সরঞ্জাম এবং দমকল বাহিনীর শতাধিক সদস্য দিন-রাত চেষ্টা চালাচ্ছে এই দাবানলকে নিয়ন্ত্রণে আনতে।
কিন্তু কিছুতেই আ’গুনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানিয়েছে ব্রাজিল সরকার। এদিকে, বিশেষজ্ঞদের বরাতে কাতারের গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ব্রাজিলে শুষ্ক আবহাওয়া মাত্র শুরু হয়েছে।
আর দাবানল যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এর পরিস্থিতি ভ’য়াবহ হতে পারে। আর এতে বিশ্বের চিরহরিৎ বনের পাশাপাশি বহু বন্য প্রা’ণী হারিয়ে যাবে। তবে তাপমাত্রা আর বায়ু প্রবাহের দিক অনুকূলে না থাকায় আ’গুন কমা’র কোন সম্ভাবনা নেই।
চলতি মাসের মাত্র প্রথম দশদিনেই নতুন করে অ্যামাজন বনের প্রায় ১০ হাজারটি নতুন জায়গায় দাবানল জ্বলতে দেখা যায়। দেশটির একটি সরকারি হিসাবে জানা যায়,
গত বছরের জুলাইয়ের তুলনায় এ বছর আ’গুন বেড়েছে ২৮ শতাংশ বেশি। এতে আবারো গত বছরের আগস্ট সেপ্টেম্বরের মতো ঘটনা ঘটতে পারে বলে আশ’ঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তথ্যসূত্র: ডেইলি বাংলাদেশ