যু’ক্তরাষ্ট্রের উপকূলীয় রাজ্য লুইজিয়ানা, এবং টেক্সা’সে ‘অবিশ্বা’স্য’ ভাবে তা’ণ্ডব চালাতে পারে হ্যারিকেন ‘লরা’, এমন আশ’ঙ্কার কথা জানিয়েছে মা’র্কিন জাতীয় হ্যারিকেন কেন্দ্র- (এনইচসি)। আ’ঘা’ত হা’নার সময় ঝড়ো বাতাস, ভা’রী বৃষ্টিপাতের পাশাপাশি ব’ন্যা দেখা দেবে।
এই হ্যারিকেনে চার মাত্রার সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় লুইজিয়ানা এবং টেক্সা’স অঙ্গরাজ্যে ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিবেগে আ’ঘাত হানতে পারে হ্যারিকেন লরা। তবে পাঁচ মাত্রায় উঠলে ২৫৫ কিলোমিটারে বেগে তা’ণ্ডব চালাবে ‘লরা’।
একে যু’ক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলের এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী ঝড় বলা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় হ্যারিকেন আ’ঘাত হানতে পারে। এর আগে গেল সোমবার (২৪ আগস্ট) ‘মা’রকো’ আ’ঘাত হানে ক্যারবীয় দ্বীপে। এতে ২৪ জনের মৃ’ত্যুর খবর পাওয়া গেছে।
২০০৫ সালে যু’ক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে হ্যারিকেন ক্যাটরিনার আ’ঘাতে ১৮’শর বেশি মানুষের মৃ’ত্যু হয়। হ্যারিকেনটি ৫ মাত্রার ছিল। তবে হ্যারিকেন লরা এতোটাই শক্তিশালী এর ক্ষেত্রেও একই মাত্রার সতর্ক সঙ্কেত দেখানো হতে পারে।
এ বিষয়ে সতর্ক করে মা’র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা’ম্প উপকূলীয়বাসীদের নিরাপদে থাকার পরাম’র্শ দিয়েছেন। করো’না বিপর্যয়ের মধ্যে হ্যারিকেনের কারণে অনেকটাই বিপদে মা’র্কিন প্রশাসন। সংক্রমণের কারণে ব্যাহত হচ্ছে উ’দ্ধারকাজ।
এমন পরিস্থিতিতেই লাখো মানুষকে আশ্রয় কেন্দ্র সরিয়ে নেয়ার কাজ চলছে। হ্যারিকেনের প্রভাবে উপকূলীয় এলাকায় এরই মধ্যে ঝড়ো বাতাস বইছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিয়েছে রাজ্য প্রশাসন।