নতুন অতিথি আসছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা দম্পতির ঘরে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের টুইটারে এই সুখবর দিয়েছেন কোহলি পত্নী আনুশকা শর্মা।
প্রথম সন্তানের জন্য মুখ দেখতে অপেক্ষায় আছেন এই দম্পতি। টুইটারে আনুশকা লিখেছেন, ‘এবং তারপর, আমরা তিনজন হতে চলেছি। নতুন অতিথি আসবে জানুয়ারি ২০২১-এ।’ ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির মিলানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কোহলি-আনুশকা দম্পতি।
ঘরোয়া আয়োজনে বিবাহ সম্পন্ন হয়েছিল তাদের। পরে দিল্লি এবং মুম্বাইতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়। এর আগে কোহলি ও আনুশকা দু’জনই ২০১৩ সাল থেকে প্রেম করছেন। একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিংয়ে পরিচয় হয়েছিল দুজনের।
এদিকে, কোহলি-আনুশকার সন্তান আসার খবরে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এ খবরে অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা দম্পতিকে।