Breaking News

অ’নৈতিক কাজে জড়িয়ে ফারজানার রম’রমা অবস্থা

প্র’তারণাও একটি শিল্প। ইদানিং এ শিল্পের রম’রমা অবস্থা। অল্প সময়ে অর্থ বিত্তের মালিক হওয়া এ শিল্পের অন্যতম আকর্ষন। যদিও এ শিল্পে রয়েছে শত ভাগ রিস্ক। তারপর প্রতারণার শিল্পের সঙ্গে জড়িয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত তরুণ তরুণী থেকে অক্ষর জ্ঞানহীনরাও।

এ শিল্পকে আঁকড়ে ধরে হচ্ছে তারা লাখপতি, কোটিপতি। মিথ্যার ফুলঝুরি ফুটিয়ে কাবু করে সাধারণ মানুষকে। সরল মানুষরা লো’ভের ফাঁদে আ’ট’কা পড়ে সবই খোয়াত।
এরপরই সাধারণ মানুষের হুশ ফিরে আসত। আর প্রতারণা করতে গিয়ে কেউ সাজে ম্যাজিস্ট্রেট, পু’লিশের বড় অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের বড় ক’র্তা, সাংবাদিকসহ আরো কত কি।

সর্বশেষ কাস্টমসের কর্মক’র্তা পরিচয়ে গ্রে’প্তার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রী নেয়া ফারজানা তুর্ণা। নাইজেরিয়ান প্রতারকদের সঙ্গে মিলে তুর্ণা হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। অবলীলায় ফোন করে বলতেন, আমি কাস্টমস কর্মক’র্তা ফারজানা মহিউদ্দিন বলছি।

বিদেশ থেকে আপনার নামে একটি পার্সেল এসেছে। পার্সেলটির জন্য ‘কাস্টমস ফি’ হিসেবে আপনাকে মোটা টাকা দিতে হবে। পার্সেলে অ’বৈধ স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা রয়েছে। এগুলো বৈধ করার জন্য ফি দিতে হবে। নইলে মানি লন্ডারিং আইনে মা’মলায় পড়বেন।

মা’মলার কথা শুনে কারো কি হুশ থাকার কথা? অথচ বাস্তবে ফারজানা কাস্টমস কর্মক’র্তা নন। আর যাকে কল দেওয়া হয়েছে তার নামেও কোনো পার্সেল আসেনি। ফেসবুকে বন্ধুত্ব গড়ে তোলার পর উপহার পাঠানোর নামে ফাঁদে ফেলে প্রতারণায় জ’ড়িত নাইজেরীয় চক্রের সহযোগী হিসেবে কাজ করতেন এই তুর্ণা। বিনিময়ে পেতেন অঢেল টাকা।

অনেক টাকা আয়ের লো’ভে তুর্ণা জেনেশুনেই এমন কাজ চালিয়ে গেছেন। বিশ্ববিদ্যালয় জীবনেও ফারজানা নাকি ছিলেন ব্যতিক্রম। পড়াশোনা শেষে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল তার। এ জন্য ব্যবসা করার আগ্রহ ছিল। সে হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র ছা’ত্রী তাকে আইডল ভাবতে শুরু করেছিল।

কিন্তু সেই আইডল যে প্রতারণার আইডল হয়ে যাবে কেউ ভাবতেও পারেনি। প্রতারণা ব্যবসাকে যে ব্রত হিসাবে নেবেন কেউ বুঝতে পারেনি।

আসলে উচ্চাকাঙ্ক্ষাই তাকে ঠেলে দিয়েছে এপথে। রাতারাতি কোটিপতি হতে চেয়েছিলেন তুর্ণা। এজন্যই তার কোন স্বপ্নই পূরণ হয়নি। তুর্ণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি ও বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম থেকে এসএসসি পাস করেন ।

গ্রে’প্তারের খবর শুনে তার সহপাঠীরা বিস্ময় প্রকাশ করেন। চঞ্চল স্বভাবের মে’য়েটি কিভাবে এতবড় প্রতারক চক্রের সঙ্গে জড়িয়ে পড়ল? এ প্রশ্ন তাদের মনে। আসলে লো’ভ আর লালসা তার্ণাকে প্রতারক শিল্পী বানিয়ে দিয়েছে। শুধু তার্ণাই নন, এমন হাজারো তরুণ তরুণী প্রতারণা শিল্পের সঙ্গে জড়িয়ে আছে। করো’নাকালে এমন অনেক ঘটনা সামনে এসেছে।

About Utsho

Check Also

সেই মা’রিয়াকে নিয়ে খেলায় মা’তলেন ডিসি

সাতক্ষীরার কলারোয়া উপজে’লার হেলতলা ইউনিয়নের খলিসা গ্রামে পরিবারের সব স্বজন হা’রানো সেই মা’রিয়া সুলতানা এখনও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *