সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যুর পর আলোচনায় উঠে এসেছে মহেশ ভাটের নাম। রিয়ার সঙ্গে মহেশ ভাটের যোগাযোগ,
সুশান্তের থেকে সরে আসার জন্য অভিনেত্রীকে পরিচালক ভাটের পরামর্শ, সবই আলোচনায় উঠে এসেছে। মহেশ ভাটের সঙ্গে সুশান্তের আলাপ কি তাঁর সঙ্গে থাকার সময় থেকেই ছিল? সম্প্রতি এবিষয়ে মুখ খুলেছেন অঙ্কিতা লোখান্ডে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অঙ্কিতা লোখান্ডে জানান, ”আমার সঙ্গে যখন সুশান্ত ছিল, তখন মহেশ ভাটের সঙ্গে ওর কোনও যোগাযোগ হয়নি। রিয়ার সঙ্গে মহেশ ভাটের কী কানেকশন আমি বলতে পারব না।
সুশান্তকে রিয়া মহেশ ভাটের সঙ্গে আলাপ করিয়েছিল কিনা, তাও আমি জানি না, এই বিষয়টা বলতে পারবো না। যে বিষয়টা আমি জানি না, তা নিয়ে বলতে চাই না।” সুশন্তের মৃ’ত্যু নিয়ে পুলিসি তদন্ত নিয়ে প্রশ্ন করা হলে অঙ্কিতা বলেন,
”দেখুন আগে সবকিছু আলাদা ছিল, তারপর কেস অন্যরকম কিছু শুনছিলাম, এখন আবার আরেকরকম কিছু জানছি। আমি স্বাভাবিক পরিস্থিতিতে ছিলাম না, ঘটনার পর বিষয়টা মানতে, স্বাভাবিক হতে আমার সময় লেগেছে। বোঝার চেষ্টা করছি।”